আবারো আমরণ অনশন কর্মসূচিতে নেমেছেন নন-এমপিও প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিরা। জাতীয় প্রেসক্লাবের সামনে ছয় দিন ধরে আমরণ অনশন করছেন তারা।
একই সাথে গত ১৮ দিন থেকে একই এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। এমপিওভূক্তির দাবিতে গত বছর থেকে ‘নন-এমপিও শিক্ষক-কর্মচারি ফেডারেশন’র ব্যানারে আন্দোলন করছেন তারা। চলতি বছরের শুরুর দিকে শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্টদের আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি প্রত্যাহার করে নেয় শিক্ষক-কর্মচারীরা। কিন্তু বাজেটে কাঙ্খিত দাবি পূরণ না হওয়ায় আবারো আন্দোলনে নামেন তারা।
এদিকে আমরণ অনশনে অংশ নিয়ে আজ ৬ জনসহ এ পর্যন্ত প্রায় শতাধিক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি করেছেন শিক্ষকরা।
Leave a reply