চুয়াডাঙ্গা আদালত চত্বর থেকে পালানো ১৪ মামলার আসামি গ্রেফতার

|

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালানো আসামি আজিজুল শেখকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানী ঢাকার ধামরাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১৬ অক্টোবর রোববার সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানযোগে আদালতে নেয়া হয় ডাকাতি মামলার আসামি গোপালগঞ্জের মকছেদপুর থানার জলিরপাড় গ্রামের ফজল শেখের ছেলে আজিজুলকে (৩৮)। ভ্যান থেকে নামিয়ে কোর্ট কাস্টাডিতে নেয়ার সময় কৌশলে হাতকড়া রেখে পালিয়ে যায় সে। ওই দিন কোর্ট পুলিশের পরিদর্শক কেএম জাহাঙ্গীর কবীর বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ সুপার জানান, আসামি আজিজুলকে গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ ও সাইবার ক্রাইম ইউনিটসহ জেলা পুলিশের একাধিক দল। অবশেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার ধামরাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতি থানা, চুয়াডাঙ্গা সদর থানা, দামুড়হুদা মডেল থানাসহ একাধিক থানায় তার বিরুদ্ধে খুন, ডাকাতি, দস্যুতা, চুরিসহ ১৪টি মামলা রয়েছে। সর্বশেষ তিনি চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দি ছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ওই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেককে প্রধান করে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর কবীর ও রিজার্ভ অফিসের আরওআই আব্দুল বারেক। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। ওই দিন দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয় কোর্ট পুলিশের এটিএসআই আনোয়ার হোসেন, কনস্টেবল মিলন হোসেন ও নারী কনস্টেবল বেনজির নাহারকে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply