উত্তরপ্রদেশে ডেঙ্গু রোগীকে প্লাটিলেটের পরিবর্তে ফলের জুস দেয়ার অভিযোগ

|

ছবি: সংগৃহীত

ডেঙ্গু রোগীকে প্লাটিলেটের পরিবর্তে একটি হাসপাতালে মোসাম্বির ফলের রস দেয়া হয়েছে। আর এই ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের একটি বেসরকারি হাসপাতালের।

এ ঘটনায় রোগীর স্বজনরা অভিযোগ করেছে, রোগীকে রক্তের প্লাটিলেটের পরিবর্তে ফলের রস দেয়া হয়েছিল।

৩২ বছর বয়সী ডেঙ্গু রোগীকে প্লাটিলেটের পরিবর্তে ফলের রস দেয়ার পরে স্বাস্থ্যের অবনতি ঘটে। যা হাসপাতাল থেকে সরাবরাহ করা হয়েছিল। এরপর অন্য একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, আগে সরবরাহ করা প্লাটিলেট নকল ছিল এবং এতে রাসায়নিক ও মিষ্টি রসের মিশ্রণ ছিল।

এ ঘটনার বিষয় জানাজানি হতেই উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক এক টুইট বার্তায় বলেন, এ ঘটনায় যদি হাসপাতাল কর্তৃপক্ষ দোষী প্রমাণিত হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply