সাংবাদিকদের বিভিন্ন দাবি বাস্তবায়নে ডিইউজের বিক্ষোভ সমাবেশ

|

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন দাবি বাস্তবায়নে বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

শনিবার (২২ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা। সংবাদমাধ্যমে ৯ম ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন, সাংবাদিকদের উপর মামলা-হামলা বন্ধ, ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন, পেশাদার সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড কমানোর সিদ্ধান্ত বাতিলসহ সাপ্তাহিক ছুটি দু’দিন করা দাবি জানান তারা।

সমাবেশে বক্তারা বলেন, অন্যান্য কর্মক্ষেত্রে দু’দিন ছুটি থাকলেও সাংবাদিকদের তা নেই। তাদের আসার সময় থাকলেও যাওয়ার সময় নেই। সাংবাদিকরা বিভিন্ন সময় হামলার শিকার হলেও তা নিয়ে নির্লিপ্ত সরকার। এছাড়া সচিবালয়ে অ্যাক্রিডিটেশন কার্ড কমানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানান তারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply