স্তন ক্যান্সারে মৃত্যুহার কমাতে স্ক্রিনিংয়ের বিকল্প নেই: স্বাস্থ্যের ডিজি

|

স্তন ক্যান্সারে মৃত্যুহার কমাতে স্ক্রিনিংয়ের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ খুরশিদ আলম।

শনিবার (২২ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজে স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষ্যে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি। প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্ত হলে ৯০ শতাংশ মৃত্যুর ঝুঁকি কমে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় স্তন ক্যান্সার লক্ষণ দেখার সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হওয়ারও আহবান জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

বিশ্বব্যাপী অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতার মাস হিসেবে পালন করা হয়। মাসটি উদযাপন উপলক্ষ্যে সচেতনতামুলক এই কর্মসূচির আয়োজন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এ সময় বক্তারা স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সল্প খরচে চিকিৎসা সেবা নিশ্চিতের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ক্যান্সার বিশেষজ্ঞ, ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply