কাঠ পাচারের অভিযোগে কারাগারে পাকিস্তানের ৬ গাধা!

|

ছবি: সংগৃহীত

পাকিস্তানের ৬টি গাধাকে আদালতে তোলা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা কাঠ পাচারের মামলায় সম্পৃক্ত ছিল।

রিপাবলিক ডট কম’র এক প্রতিবেদনে বলা হয়, এর আগে ওই ৬ গাধাকে পুলিশি হেফাজতে রাখা হয়।

কাঠ পাচারের বিরুদ্ধে সম্প্রতি অভিযানে নামেন দারোশের সহকারী কমিশনার তৌসিফুল্লাহ। এরপরেই তিনি কাঠবোঝাই গাধাগুলোকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরবর্তীতে দেশটির বন বিভাগকে গাধাগুলোকে আদালতে হাজির করতে নির্দেশ দেন এই সহকারী কমিশনার। অভিযোগ, এসব গাধা চিত্রলের দারোশ অঞ্চলে কাঠ পাচারের সাথে জড়িত।

সন্তোষজনক তদারকির পর গাধাগুলো ও কাঠের স্লিপার বন বিভাগের কর্মকর্তাদের কাছে ফেরত দেয়া হয়েছে। ওই সহকারী কমিশনার বলেন, গাধাগুলো এখন নিরাপদে আছে এবং অন্য কাউকে তাদের দেয়া হয়নি। তাদেরকে আর পাচারের কাজে ব্যবহার করা হচ্ছে না।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply