কুমিল্লায় প্রবাসীর গাড়িতে ডাকাতি, পুলিশের সঙ্গে গোলাগুলি

|

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় মহাসড়কে ডাকাতির সময় পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য ও দুই ডাকাত আহত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের মাটিয়ারায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবাস ফেরত যাত্রীর প্রাইভেটকারের সামনে রড ফেলে ডাকাতি করেছিল ছয়জন। টহল পুলিশ ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল। টহল পুলিশ ঘটনা বুঝতে পেরে সড়কে অবস্থান নেয় এবং তাদের ধাওয়া দেয়। এ সময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত সদস্য মো. রহিম ও সাব্বির নামে দুজন গুলিবিদ্ধ হয়। আটক রহিমের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত পিস্তল উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানার এএসআই ইয়াছিন ও এক কনস্টেবল আহত হয়েছেন। তারাও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে গেছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply