ধুঁকতে ধুঁকতে লঙ্কানদের সামনে ১২৯ রানের লক্ষ্য দিলো আয়ারল্যান্ড

|

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বোলিং শক্তির বিরুদ্ধে খুব একটা সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড। পুরো ইনিংস জুড়েই ধুঁকতে ধুঁকতে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৮ রান সংগ্রহ করতে পেরেছে অ্যান্ডি বালবার্নির দল।

গ্রুপ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে আইরিশরা। তবে প্রত্যাশিত সূচনা পায়নি তারা। হোবার্টের এই ম্যাচে পল স্টার্লিং ও অধিনায়ক অ্যান্ডি বালবার্নির উদ্বোধনী জুটি ভাল শুরু এনে দিতে পারেনি। ২য় ওভারেই মাত্র ১ রান করে লাহিরু কুমারার বলে বোল্ড হন বালবার্নি। লোরকান টাকারও বড় ইনিংস খেলতে পারেননি। মাত্র ১০ রানে তিনি বোল্ড হন থিকসানার বলে। আইরিশদের ইনিংস টেনে নিয়ে যেতে থাকা পল স্টার্লিং ২৫ বলে ৩৪ রান করে সাজঘরে ফিরেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে। এরপর কার্টিস ক্যাম্ফারকে চামিকা করুনারত্নে ফিরিয়ে দিলে বিপর্যয়ে পড়ে আইরিশরা।

হ্যারি টেকটর। ছবি: সংগৃহীত

তারপর ইনিংস মেরামতের চেষ্টা চালান হ্যারি টেকটর ও জর্জ ডকরেল। ৫ম উইকেট জুটিতে এই দুইজন যোগ করেন ৪৭ রান। ডকরেলের বিদায়ে ভেঙে যায় এই সাময়িক প্রতিরোধও। এর ১০ রান পর ফিরে যান টেকটরও। ইনিংস সর্বোচ্চ ৪২ বলে ৪৫ রান করেন তিনি। শ্রীলঙ্কার পক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ থিকশানা নিয়েছেন ২টি কওরে উইকেট।

আরও পড়ুন: শাহিন আফ্রিদিকে মোকাবেলার উপায় বাতলে দিলেন শচীন

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply