হামলা করতে পারে ইউক্রেন, বাসিন্দাদের দখলকৃত খেরসন ছাড়ার নির্দেশ রাশিয়ার

|

খেরসন ছেড়ে পালাচ্ছেন সাধারণ মানুষ। ছবি: সংগৃহীত।

দখলকৃত খেরসন থেকে নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে রাশিয়া। আশঙ্কা করা হচ্ছে, শিগগিরই অঞ্চলটিতে জোরালো হামলা চালাতে পারে ইউক্রেনীয় সেনাবহর। খবর আল জাজিরার।

খেরসনে নিযুক্ত রুশ প্রশাসনের দাবি, ফেরি ও বাসের মাধ্যমে কমপক্ষে ২৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। নিপ্রো নদী তীরের আরও ৬০ হাজার বাসিন্দাকে উদ্ধারে চলছে চেষ্টা। তবে একসাথে অনেক মানুষ চলাচল করায় নৌযান সংকট দেখা দিয়েছে।

রোববারই (২৩ অক্টোবর) রাশিয়ার শিক্ষামন্ত্রী এক ভিডিও বার্তায় জানান, প্রাণ বাঁচাতে চাইলে, দ্রুত খেরসন ছাড়তে হবে। এরই মধ্যে চারপাশ ঘেরাও করছে ইউক্রেনীয় সেনারা। যার ফলে ঘোলাটে হচ্ছে অঞ্চলটির পরিস্থিতি।

নাগরিকদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, পরিবেশ স্বাভাবিক হয়ে এলে নিজ ঘরবাড়িতে ফিরতে পারবেন খেরসনবাসী। গত মাসেই গণভোটের পর রাশিয়ায় সংযুক্ত হয় ইউক্রেনের ৪টি অঞ্চল। যার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খেরসন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply