সিত্রাং এর প্রভাবে পশ্চিমবঙ্গে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে

|

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের শহরগুলোয় ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, সোমবার (২৪ অক্টোবর) বিকেল নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সিত্রাং।

আবহাওয়াবিদরা আরও জানায়, ভারতকে পাশ কাটিয়ে মঙ্গলবার ভোর নাগাদ বাংলাদেশের বরিশাল ও সন্দ্বীপের কাছে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়বে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে। ভারি বৃষ্টিপাতের পাশাপাশি জেলাগুলোয় ঘণ্টায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। ২০ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে, এমন এমন পূর্বাভাস দেয়া হয়েছে।

এছাড়া, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে প্রশাসন, জারি করেছে সতর্কতা। উপকূলীয় সব পর্যটক কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত স্থানীয় প্রশাসন। আবহাওয়া অফিস বলছে, বুধবার পর্যন্ত বহাল থাকবে বৈরি পরিবেশ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply