তৌফিক-ই-ইলাহী চৌধুরী যা বলেছেন, সেটা তার ব্যক্তিগত কথা: তথ্যমন্ত্রী

|

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী যা বলেছেন, সেটা তার ব্যক্তিগত কথা বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বলেন, সরকার লোডশেডিং নিয়ে এ রকম কোনো সিদ্ধান্ত নেয়নি।

হাছান মাহমুদ জানিয়েছেন, বিএনপি যেন সমাবেশ করতে পারে সেজন্য সরকার সহায়তা করছে। অথচ বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়েছে। হত্যা করা হয়েছে অসংখ্য মানুষকে।

জাতীয় পার্টি বিরোধী দল সেটা প্রমাণ করার জন্য মাঝে মাঝে সরকার বিরোধী কথা বলে এ সময় উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

প্রসঙ্গত, প্রয়োজনে দিনের বেলা বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দেয়ার কথা বলেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী। গতকাল রোববার (২৩ অক্টোবর) রাজধানীতে শিল্পে জ্বালানি সংকট সমাধান শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন। জানান, জ্বালানির রিজার্ভের যে অবস্থা, সামনে কী হবে বলা যাচ্ছে না। তবে, এলএনজি এখন আমদানি করা হবে না।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী আরও বলেছিলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ কবে শেষ হবে তা ধারণা পাওয়া গেলে সিদ্ধান্ত নেয়া যেতো। এখন জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া ছাড়া উপায় নেই।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply