রুশ-ইউক্রেন যুদ্ধে এবার আলোচনায় ‘ডার্টি বোমা’

|

রুশ-ইউক্রেন যুদ্ধ গড়ালো ৯ম মাসে। নতুনভাবে আলোচনায় ‘ডার্টি বম্ব বা শক্তিশালী তেজস্ক্রিয় বোমা’। রাশিয়ার অভিযোগ, ইউক্রেন সেটির বিস্ফোরণ ঘটিয়ে মস্কোর ঘাড়ে দায় চাপাতে চাইছে। সম্মুখযুদ্ধে জয় না পেয়েই বিকল্প এ পন্থা বেছে নিয়েছে কিয়েভ। খবর এপির।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, ইউক্রেন ‘ডার্টি বোমা’র মাধ্যমে সহিংসতাকে আরও উসকে দিতে চাইছে। তেজস্ক্রিয়তা ছড়িয়ে দিতে ব্যবহৃত হয় বিস্ফোরকবাহী ডিভাইস। পরমাণু অস্ত্রের মতো হয়তো এর বিধ্বংসী প্রভাব নেই। তবে, বিস্ফোরণে দূষিত হয় বিশাল অংশ। এরমাধ্যমে রাশিয়ার ওপর দায় চাপাতে চাইছে ইউক্রেন। তাতে বিশ্বব্যাপী রুশ বিরোধী প্রোপাগাণ্ডা চালানো সহজ হবে। এটা মার্কিন তথা পশ্চিমাদের বহু পুরানো রণকৌশল।

ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি অবশ্য অস্বীকার করেছেন এ অভিযোগ। উল্টো তার দাবি, পরিকল্পনা নয় বরং হামলা চালাতে তৈরি রাশিয়া। বড় অঘটনের আগেই উপযুক্ত পদক্ষেপ নিতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানান।

ভোলদেমির জেলেনস্কি বলেন, ইউক্রেন গণবিধ্বংসী বোমা ছোড়ার পরিকল্পনা আঁটছে, এটা পুরোপুরি মিথ্যা-বানোয়াট অভিযোগ। প্রথম কথা হলো, আমরা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি কঠোরভাবে মেনে চলি। দ্বিতীয় বিষয়, আমাদের হাতে এ ধরনের বোমা নেই। সুতরাং পরিকল্পনার প্রশ্নও আসছে না। আসলে রাশিয়াই বোমাটি ছুড়তে তৈরি হয়ে আছে। আন্তর্জাতিক মহলকে বলবো, এই আগ্রাসন ঠেকাতে দ্রুত শক্তিশালী পদক্ষেপ নিন। সেটি হতে পারে কঠোর নিষেধাজ্ঞা বা অবরোধ। অথবা কিয়েভে সামরিক সহযোগিতা বৃদ্ধি।

বাকবিতণ্ডার মধ্যেও নিত্য-নতুন এলাকায় অব্যাহত রয়েছে হামলা-নির্যাতন। গতকাল রোববার (২৩ অক্টোবর) রাতভর বন্দর নগরী মাইকোলাইভের আবাসিক এলাকায় চলে নারকীয় হামলা। মাইকোলাইভের গভর্নরের দাবি, রাশিয়ার ছোড়া দুই দফা ‘এস- থ্রি হান্ড্রেড’ মিসাইলের আঘাতে বহুতল ভবনের একাংশ ধসে পড়ে। সতর্কতামূলক সাইরেনের শব্দে দ্রুত বাসিন্দারা সরে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

রোববারই যুক্তরাষ্ট্র-ব্রিটেন-ফ্রান্স ও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীদের সাথে পৃথকভাবে টেলিফোনে কথা বলেন সের্গেই শোইগু। প্রত্যেককেই হুঁশিয়ার করেন, পশ্চিমাদের সহযোগিতায় বড় নাশকতা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেন। এমনটা হলে দাঁতভাঙ্গা জবাব পাবে দেশটি; শান্তি প্রক্রিয়ার বদলে বাড়বে সহিংসতা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply