যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর উদযাপনে সপরিবারে ঢাকায় আসছেন এডওয়ার্ড কেনেডির ছেলে

|

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনে বাংলাদেশে সপরিবারে আসছেন জুনিওর এডওয়ার্ড এম কেনেডি। তিনি প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির ছেলে।

সোমবার (২৪ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডি ছিলেন বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অধিকার আদায়ের অন্যতম একজন আইনজীবী। আগামী ২৯ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত সপরিবারে বাংলাদেশে সফর করবেন। পরিবারের সদস্যদের মধ্যে তার সাথে থাকবেন, স্ত্রী ড. ক্যাথেরিন ‘কিকি’ কেনেডি, মেয়ে ড. কাইলি কেনেডি, ছেলে টেডি কেনেডি, ভাতিজি গ্রেস কেনেডি অ্যালেন এবং ভাতিজা ম্যাক্স অ্যালেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কেনেডি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের স্পিকারস প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার পিতার স্মরণে বক্তৃতা দেবেন। এছাড়া সেখানে পিতার রোপণকৃত বটগাছ পরিদর্শন করবেন তিনি। সপ্তাহব্যাপী এ সফরে কেনেডি এবং তার পরিবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়াসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে দেখা করবেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply