বান্দরবানে তিন গরু ব্যবসায়ীকে হত্যা, ১০ জনের মৃত্যুদণ্ড

|

ছবি: সংগৃহীত

বান্দরবান প্রতিনিধি:

অপহরণের পর বান্দরবানের থানচিতে তিন গরু ব্যবসায়ীকে হত্যার দায়ে ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে আসামিরা সবাই পলাতক রয়েছেন।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- যোহন ত্রিপুরা, ক্যহিম ত্রিপুরা, জসিন ত্রিপুরা, জীবন ত্রিপুরা, জর্জ ত্রিপুরা, সানি ত্রিপুরা, সালাউ ত্রিপুরা, সেনেদ্র ত্রিপুরা, যোসেফ ত্রিপুরা এবং শিগরাম ত্রিপুরা। একইসাথে অপহরণসহ বিভিন্ন ধারায় প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেয় আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালে থানচি-আলীকদম সড়কে ডেকে নিয়ে তিন গরু ব্যবসায়ীকে হত্যা করা হয়। পরে ২০১৬ সালের ১৭ এপ্রিল আবুল হাশেম নামে একজন বাদী হয়ে থানচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে হত্যাকাণ্ডে জড়িত ১০ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে দণ্ডপ্রাপ্ত আসামিদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ২৬৪ ধারায় যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ডের আদেশও দেয়া হয়।

এএআর/ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply