সিত্রাং‌য়ের প্রভা‌বে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল বন্ধ

|

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভা‌বে নৌ দুর্ঘটনা এড়া‌তে দে‌শের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২৪ অক্টোবর) বিকাল ৪টার দি‌কে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইড‌ব্লিউ‌টি‌সি) কর্তৃপক্ষ এ তথ্য জানায়। এর আগে বেলা সা‌ড়ে ১১টার দিকে পদ্মা নদী উত্তাল হওয়ায় এ নৌরু‌টে লঞ্চ চলাচল বন্ধ ক‌রে দেয়া হয়।

এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাত থে‌কেই জেলায় হালকা ও মাঝারি মাত্রার বৃষ্টিপাত হচ্ছে। সেই সা‌থে বইছে বাতাস। ফ‌লে বিপর্যস্ত হ‌য়ে প‌ড়ে‌ছে জনজীবন। প্রয়োজন ছাড়া বাড়ির বাই‌রে বের হ‌চ্ছেন না অনেকে। খেটে খাওয়া মানুষেরা পড়েছেন চরম বিপাকে।

বিআইড‌ব্লিউ‌টিএ দৌলত‌দিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউ‌দ্দিন জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিকাল থে‌কে ফে‌রি চলাচল বন্ধ রাখা হ‌য়ে‌ছে। পরিস্থিতির উন্নতি হ‌লে পুনরায় চালু করা হ‌বে। এছাড়া বর্তমানে এ রুটে যানবাহনের কোনো চাপ নেই। নদী পার হতে দৌলত‌দিয়া প্রান্তে অপেক্ষমাণ কোনো যানবাহনও নেই।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply