বৃষ্টির কাছে হার মানলো দ. আফ্রিকা-জিম্বাবুয়ে ম্যাচ

|

ছবি: সংগৃহীত

অবশেষে বৃষ্টির কাছে হারতে হলো ক্রিকেটকে। দফায় দফায় বৃষ্টির বাগড়ায় বাধাগ্রস্ত ম্যাচটি অবশেষে পরিত্যক্ত বলে ঘোষণা করেছেন দুই অন ফিল্ড আম্পায়ার। এতে দুই দলই পাবে ১টি করে পয়েন্ট।

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ টু’র বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে ৯ ওভারে ৮০ রানের টার্গেট দেয় জিম্বাবুয়ে। এরপর আবারও বৃষ্টি শুরু হলে ৭ ওভারে ৬৪ রানের লক্ষ্য নির্ধারিত হয় প্রোটিয়াদের সামনে। কুইন্টন ডি ককের ১৮ বলে ৪৭ রানের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৩ ওভারেই ৫১ রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা। তবে এরপর আরও একবার মুষলধারে বৃষ্টি শুরু হলে খেলা বন্ধের ঘোষণা দেয়া হয়।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ওয়েসলি মাধেভেরের ১৮ বলে ৩৫ রানের ইনিংসের ওপর ভর করে ৯ ওভারে ৭৯ রান সংগ্রহ করে ক্রেগ আরভিনের দল।

আরও পড়ুন: টেস্টের লেংথে বল করে এসেছে সাফল্য, জানালেন তাসকিন

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply