ডেঙ্গু মোকাবেলায় আন্তরিকভাবে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

|

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। বলেন, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি এবং কিছু মৃত্যুতে আমরা ব্যথিত।

জাতিসংঘ দিবস পালন উপলক্ষ্যে সোমবার (২৪ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ক্লিন আপ ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, অভিজ্ঞতার আলোকে নতুন নতুন পদক্ষেপ নেয়া হচ্ছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে নানা উদ্যাগ নেয়া হচ্ছে।

স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, চলতি বছর আগের তুলনায় আবহাওয়ার ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। এখন থেমে থেমে বৃষ্টি হওয়ার ফলে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি হচ্ছে। এডিস মশা মোকাবেলা করতে আমাদের সচেতনতা বৃদ্ধির সাথে সন্মিলিতভাবে উদ্যোগ গ্রহন অব্যহত রাখতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply