মঙ্গলবার দিনভর বৃষ্টিপাত, বুধবার পরিস্থিতি স্বাভাবিক হবে: আবহাওয়া অফিস

|

ঘূর্নিঝড় সিত্রাং এখন কিশোরগঞ্জ ও ঢাকার পাশ্ববর্তী এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার রাত ১টার সর্বশেষ ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়টি দ্রুতগতিতে বাংলাদেশের স্থলসীমা অতিক্রম করছে। এর প্রভাবে উপকূলের বিভিন্ন জেলায় ৫-৬ ফুট জলোচ্ছ্বাস হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল নাগাদ ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হবে। মঙ্গলবার সারাদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বুধবার (২৬ অক্টোবর) থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, উপকূলে আঘাতের সময় ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলো ঘন্টায় ৭৩ কি.মি.।

প্রসঙ্গত, ‘ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর মূল কেন্দ্রটি রাত ৯টার দিকে বাংলাদেশ ভূখণ্ড আঘাত হানে। সাতক্ষীরা-খুলনাসহ উপকূলের ১৩ জেলায় ৭ এবং চট্টগ্রাম-কক্সাবাজারে ৬ নম্বর বিপদ সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply