চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী সাগর উপকূলীয় কদমরসুল এলাকায় একটি শিপইয়ার্ডের পাশ থেকে জোয়ারের পানিতে ভেসে আসা এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটির নাম-পরিচয় পাওয়া যায়নি। তার বয়স অনুমানিক ছয় থেকে সাত মাস হবে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় শিপইয়ার্ড কর্মকর্তারা জানান, এদিন সকালে ইয়ার্ডের দারোয়ানরা জোয়ারের পানিতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে কুমিরা নৌ পুলিশকে জানান। পরে নৌ পুলিশ ও গাউছিয়া কমিটির সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় অথবা জলোচ্ছ্বাসের কারণে শিশুটি পানিতে পড়ে মারা যেতে পারে।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠানো হয়েছে।
/এমএন
Leave a reply