সম্প্রতি বেশ কিছু ঘোড়া নিলামে বিক্রি করে দিয়েছেন রাজা তৃতীয় চার্লস। আর এ সবগুলো ঘোড়াই রানি দ্বিতীয় এলিজাবেথের প্রিয় ঘোড়ার তালিকায় ছিল। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর দেড় মাসের মধ্যেই তার প্রিয় ঘোড়াগুলোকে বিক্রি করে দেয়ার এ ঘটনা নিয়ে ব্রিটেনের বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। তবে ঘোড়াগুলো বিক্রি করার পেছনে বিশেষ একটি কারণ ছিল বলে জানিয়েছেন নিলামকারী সংস্থা টেটারসলসের মুখপাত্র জিমি জর্জ। খবর বিবিসির।
ঘোড়া সম্পর্কে রানি দ্বিতীয় এলিজাবেথের বিশেষ দুর্বলতার কথা বিশ্বের প্রায় সবাই অবগত। ঘোড়দৌড় প্রতিযোগিতা নিয়েও রানির আগ্রহ ও উচ্ছ্বাস ছিল ব্যাপক। এ জন্য রাজ পরিবারের ঘোড়াশালে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত একাধিক ঘোড়া স্থান পেয়েছিল, তাদের যত্ন ও রক্ষণাবেক্ষণ পদ্ধতিও ছিল রাজকীয়। তবে সোমবার (২৪ অক্টোবর) নিলামকারী সংস্থা টেটারসলস নিশ্চিত করেন, রাজা তৃতীয় চার্লসের সম্মতিতেই ১৪টি ঘোড়া কিনে নিয়েছে টেটারসলস।
এ নিয়ে নিলামকারী সংস্থা টেটারসলসের মুখপাত্র জিমি জর্জ বলেন, রাজ পরিবারের ঘোড়াশাল থেকে ঘোড়া বিক্রির বিষয়টি অস্বাভাবিক কিছু নয়। তাছাড়া ঘোড়াশালে অনেকগুলো শাবক ছিল। তাই সবগুলোকে একসাথে রাখা যাচ্ছিল না। রানির শাসনামল শেষ মানেই এই নয় যে, ঘোড়ার সাথে রাজ পরিবারের সব সম্পর্ক ছিন্ন হয়ে গেলো। ঘোড়ার সাথে রাজ পরিবারের সংযোগ ঐতিহাসিক।
এসজেড/
Leave a reply