ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন ঋষি সুনাক। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে তিনি বাকিংহাম প্রাসাদে গিয়ে রাজা তৃতীয় চালর্সের সাথে সাক্ষাৎ করেন। এর মাধ্যমে, যুক্তরাজ্যের সরকারপ্রধান হিসেবে আনুষ্ঠানিক পথ চলা শুরু হলো ভারতীয় বংশোদ্ভুত সুনাকের। যুক্তরাজ্যের ইতিহাসে এশীয় বংশোদ্ভুত কারো প্রধানমন্ত্রী হওয়ার ঘটনা এটিই প্রথম। খবর বিবিসির।
কিং চার্লসের সাথে সাক্ষাতের পর ব্রিটেনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে জাতির উদ্দেশে ভাষণ দেন নতুন প্রধানমন্ত্রী। গেলো দেড় মাসের মধ্যে ব্রিটেনের ৩য় সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন ৪২ বছর বয়সী ঋষি সুনাক।
এর আগে, লিজ ট্রাস হঠাৎ পদত্যাগ করলে শূন্য হয় ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নির্বাচনে কেউ শক্ত চ্যালেঞ্জ জানাতে পারেননি সুনাককে।
এর আগে, আনুষ্ঠানিকভাবে বিদায় নেন যুক্তরাজ্যে ইতিহাসে সবচেয়ে কম সময় প্রধানমন্ত্রীর পদে থাকা লিজ ট্রাস। বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন তিনি।
এর মাত্র দেড় মাস আগেই প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের সাথে দেখা করে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন ট্রাস। কিন্তু অর্থনৈতিক নীতি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে গত সপ্তাহে পদত্যাগের ঘোষণা দেন লিজ। মঙ্গলবার (২৫ অক্টোবর) ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়ার সময় নতুন সরকারপ্রধান ঋষি সুনাকের জন্য শুভকামনা জানান লিজ ট্রাস।
এ সময় নিজের বিতর্কিত নীতির সাফাই গান তিনি। বলেন, যুক্তরাজ্য এখন একটি ঝড়ের ভিতর দিয়ে যাচ্ছে। এসময়ে কঠিন সিদ্ধান্ত প্রয়োজন। ইউক্রেনের প্রতি লন্ডনের সমর্থন অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন, ট্রাস।
লিজ ট্রাস আরও বলেন, দ্রুত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার মাধ্যমে হাজারও মানুষকে দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা করেছি আমরা। আমি এখনও বিশ্বাস করি, চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হবে আমাদের। এজন্য, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার বিকল্প নেই।
/এসএইচ
Leave a reply