খণ্ডিত তরুণীর লাশ উদ্ধার, প্রেমিককে খুঁজছে পুলিশ

|

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

রংপুর মহানগরীর লালবাগ রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পরা খণ্ডিত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ অক্টোবর) এ ঘটনায় ওই তরুণীর প্রেমিককে খুঁজছে পুলিশ।

রেলওয়ে পুলিশের রংপুরের এএসআই আব্দুস সালাম জানান, মৃত তরুণীর নাম শিউলি বেগম। রংপুর মহানগরীর ৪নং ওয়ার্ডের খটখটিয়ার ক্ষিতিশ চন্দ্রের কন্যা তিনি। চলতি বছর বেগম রোকেয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করে চাকরির চেষ্টা করছিলেন শিউলি। মরদেহ স্থানীয় কাউন্সিলর হারাধন রায়ের উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নগরীর লালবাগ রেলক্রোসিং এলাকায় একটি ছেলেসহ কথা বলছিল ওই মেয়েটি। কিছুক্ষণ পর ছেলেটি পশ্চিমপাশে এবং মেয়েটি পূর্বপাশে চলে আসে। এরই মধ্যে ট্রেন আসলে ওড়না দিয়ে মুখ ঢেকে লাইনে শুয়ে যায় মেয়েটি। তারপর মেয়েটির ওপর দিয়ে ট্রেন চলে যায়। এ সময় বহু খণ্ডিত হয়ে যায় তার দেহ। পরে ঘটনাস্থলে থাকা লোকজন পুলিশকে খবর দেয়।

পুলিশের ধারণা ছেলেটি তার প্রেমিক। কোনো বিষয় নিয়ে তাদের মনোমালিন্য হয়। সে কারণে মেয়েটি এভাবে রেললাইনে শুয়ে আত্মহত্যা করে। মেয়েটির মোবাইল কলের সূত্র ধরে ছেলেটির সন্ধান চালাচ্ছে পুলিশ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply