পিএসজির জয়ের রাতে হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ

|

চ্যাম্পিয়ন্স লিগে আরবি লাইপজিগের কাছে ধরাশায়ী হয়েছে রিয়াল মাদ্রিদ। পিএসজির জয়ের দিনে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি ধাক্কা খেয়েছে। লাইপজিগের কাছে হেরেছে ৩-২ গোলে।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো ইতোমধ্যে নিশ্চিত হয়েছে রিয়ালের। আর তাই বিশ্রামে পাঠানো হয় করিম বেনজেমা-লুকা মদ্রিচসহ তিন ফুটবলারকে। তাদের অনুপস্থিতিতে ৩-২ গোলের হার গ্যালাক্টিকোদের। ৫ রাউন্ড শেষে ১০ পয়েন্ট নিয়ে এফ গ্রুপের শীর্ষে আছে রিয়াল। আর ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা লাইপজিগ নক আউট পর্ব নিশ্চিতে আরও একধাপ এগিয়ে গেছে।

একদিন মাঠে নামে মেসি, নেইমার ও এমবাপ্পের পিএসজি। গ্রুপ এইচের খেলায় এই ত্রয়ীর ঝলকে ম্যাকাবি হাইফাকে ৭-২ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি। আর তাতে শেষ ১৬ এর টিকিট নিশ্চিত করেছে ফরাসি ক্লাবটি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply