বায়ার্নের বিরুদ্ধে ভাগ্য পরিবর্তনের প্রায় অসম্ভব পরীক্ষায় বার্সা

|

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে নক আউট পর্বে যাওয়ার আশা বলতে গেলে শূন্যের কোটায় এখন বার্সেলোনার। আর বায়ার্নের বিরুদ্ধে ভাগ্য পরিবর্তনের প্রায় অসম্ভব পরীক্ষা দেবে আজ কাতালান ক্লাবটি। ক্যাম্প ন্যু’তে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে এই ম্যাচ। অন্য খেলায় একই সময়ে আয়াক্সের মুখোমুখি হবে লিভারপুল। আর রাত পৌনে ১১টায় ভিক্টোরিয়া প্লজেনের প্রতিপক্ষ ইন্টার মিলান।

স্বাগতিকদের মাঠে কোনো ধরনের ছাড় দেয়ার ভাবনা নেই আগেই শেষ ১৬ নিশ্চিত করা বায়ার্ন মিউনিখের। সি গ্রুপে সেরা হওয়ার লক্ষ্যেই নিজেদের সেরাটা দেয়ার কথা জানিয়েছে জার্মান ক্লাবটি। তবে ভিন্ন চিত্র বার্সেলোনা শিবিরে। পরের রাউন্ডে যেতে হলে জয় ছাড়া অন্য পথ খোলা নেই কাতালানদের সামনে। নিজেদের জয়ের পাশাপাশি তাদের চোখ রাখতে হবে ইন্টার মিলানের ম্যাচের দিকেও। ইতালিয়ান ক্লাবটি তাদের সামনের দুই ম্যাচের একটি জিতলেও জাভি শিষ্যদের বেজে যাবে বিদায় ঘণ্টা।

ছবি: সংগৃহীত

বার্সার বাঁচা-মরার লড়াইয়ের দিনে একই গ্রুপের আরেক লড়াইয়ে মাঠে নামবে ইন্টার মিলান। প্রতিপক্ষ ভিক্টোরিয়া প্লজেন হলেও জয়ের বিষয়ে কোনো রকম ছাড় দিতে নারাজ ইতালিয়ান ক্লবটি। ৪ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ইন্টার। তাই আজকের ম্যাচে জয় তুলে নিয়ে শেষ ১৬ নিশ্চিত করতে মরিয়া ক্লাবটি।

প্রিমিয়ার লিগে খারাপ সময় কাটানো লিভারপুল দুর্দান্ত ফর্মে আছে চ্যাম্পিয়নস লিগে। গ্রুপ এ’তে ৩ জয়ের বিপরীতে ১ হারে ৯ পয়েন্ট অলরেডদের। তাই অনেকটা নির্ভার হয়েই মাঠে নামবে ইয়ুর্গেন ক্লপ শিষ্যরা। তবে সময়টা ভালো যাচ্ছে না আয়াক্সের। ৪ ম্যাচ খেলে ফেললেও জয়ের দেখা পেয়েছে মাত্র একটিতে। তাই আজকের ম্যাচে ফেবারিটের তকমা নিয়েই মাঠে নামবে লিভারপুল।

আরও পড়ুন: মেসি-এমবাপ্পে-নেইমারের ঝলকে বিধ্বস্ত ম্যাকাবি হাইফা

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply