মীরসরাইয়ে ড্রেজার ডুবি: আরও ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

|

সৈকত-২ নামের ড্রেজারটি উল্টানো অবস্থায় ডুবে আছে। ছবি: সংগৃহীত।

মীরসরাইয়ে সন্দ্বীপ চ্যানেলে ড্রেজার ডুবির ঘটনায় আরও ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে মিললো ৪ জনের মরদেহ।

বুধবার (২৬ অক্টোবর) সকালে ড্রেজার কেটে ভেতর থেকে উদ্ধার করা হয় ৩ মরদেহ। তারা হলেন মাহমুদ, ইমাম ও জাহিদুল। গতকাল মঙ্গলবার উদ্ধার হয় আল আমিন নামে আরও এক শ্রমিকের মরদেহ। শ্রমিকদের সবার বাড়ি পটুয়াখালীর জৈনকাঠী এলাকায়।

এখনও নিখোঁজ আছে ৪ জন। তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। কোস্টগার্ড জানিয়েছে, জোয়ারের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার রাতে মীরসরাই ইকোনমিক জোনের ৩ নম্বর জেটি এলাকায় ডুবে যায় পশ্চিম সৈকত-২ নামের একটি ড্রেজার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply