বাটলার-হেলসকে হারিয়ে বিপাকে ইংল্যান্ড

|

ছবি: সংগৃহীত

দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলসের উইকেট হারিয়ে বিপাকে পড়েছে ইংল্যান্ড। আয়ারল্যান্ডের দেয়া ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অ্যাডেয়ার ও লিটলের দারুণ বোলিংয়ের কাঙ্ক্ষিত সূচনা পায়নি ইংলিশরা।

ইনিংসের দ্বিতীয় বলেই ডেঞ্জারম্যান জস বাটলারকে উইকেটের পেছনে লোরকান টাকারের ক্যাচে পরিণত করেছেন বাঁহাতি পেসার জশ লিটল। শূন্য রানের আউট হয়ে বাটলারের সাময়িক ব্যাডপ্যাচ বাড়লো আরও এক ম্যাচ।

ওপর ওপেনার অ্যালেক্স হেলসও খুব ভালো ফর্মে নেই। উল্টো মার্ক অ্যাডেয়ার ও জশ লিটলের দুই দিকে সুইং করানো ডেলিভারিগুলোও আস্থার সাথে খেলতে পারেননি এই হেলস। লিটলকে পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে অ্যাডেয়ারের তালুবন্দি হয়েছেন তিনি মাত্র ৭ রান করে। এখন ক্রিজে আছেন দুই বাঁহাতি ডেভিড মালান ও বেন স্টোকস। প্রতিবেদনটি লেখার সময় ইংলিশদের সংগ্রহ ছিল ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ২৮ রান।

এর আগে, অ্যান্ডি বালবার্নি ও লোরকান টাকারের দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহের আশা জাগিয়েও লিভিংস্টোন-উডদের বোলিংয়ে সবক’টি উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।

আরও পড়ুন: শেষের ধসে ১৫৭’তে অলআউট আয়ারল্যান্ড

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply