‘রাশিয়ার প্রতি আস্থা রেখেই সমঝোতা আলোচনা চালাতে চায় যুক্তরাষ্ট্র’

|

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রতি পূর্ণ আস্থা রেখেই সমঝোতা আলোচনা চালাতে চায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ কথা জানালেন হোয়াইট হাউস মুখপাত্র কারিন জ্যঁ পিয়ের। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

নিয়মিত সংবাদ বিবৃতিতে তিনি বলেন- রাশিয়া পরমাণু অস্ত্র বানাচ্ছে, এমন কোনো সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। পুতিন প্রশাসন ডার্টি বোমার ব্যাপারে ইউক্রেনের বিরুদ্ধে ভুল তথ্য ছড়াচ্ছে এবং বানোয়াট অভিযোগ আনছে বলেও জানান তিনি।

একইসাথে তিনি হুঁশিয়ার করেন, পাল্টা জবাবে মস্কো পারমাণবিক হামলার কোনো উদ্যোগ নিলে সেটি হবে ঐতিহাসিক ভুল। বিষয়গুলোর সমাধানে সংলাপে বসার তাগিদ দেন হোয়াইট হাউস মুখপাত্র। জানান, রাশিয়ার প্রতি আস্থা রেখেই আলোচনা এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। সে কারণেই চালানো হচ্ছে টেলিফোনে যোগাযোগ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply