থেমে থাকা ট্রাকে বাসের সজোরে ধাক্কা, নিহত ২

|

বগুড়া ব্যুরো:

বগুড়ায় সড়কে থামিয়ে রাখা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাসচালকের সহকারী ও এক যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রামে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটির অন্তত ১০ যাত্রী ও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা নাটোরগামী সিয়াম পরিবহনের বাসটি আচমকা মহাসড়কের পাশে থামিয়ে রাখা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের গেটে দাঁড়ানো হেলপারের শরীর থেকে মাথা এবং হাত বিচ্ছিন্ন হয়ে যায়। বাসের এক পাশ ভেঙে গিয়ে বেশকয়েকজন যাত্রী গুরুতর আহত হন। এরপর বাসটি প্রায় ১শ’ গজ দূরে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে থেমে যায়।

কুন্দারহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক সুলতান মাহমুদ জানান, বাসের হেলপার বাবু মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সেখানে মাহবুবুর রহমান নামের এক বাসযাত্রী মারা যান। বাকিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply