অনেক জল্পনাকল্পনা ও আইনি ব্যবস্থার পর অবশেষে এক নতুন আইন প্রণয়নে সক্ষম হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। আর এই নিয়ম হলো ইউনিভার্সাল চার্জিং পোর্ট। সেখানে সকল স্মার্টফোনের জন্য চার্জিং পোর্ট হিসেবে একই ইউএসবি-সি পোর্ট ব্যবহারের নিয়ম চালু করবে কর্তৃপক্ষ। খবর গ্যাজেট থ্রি সিক্সটির।
মঙ্গলবার (২৫ অক্টোবর) ওয়াল স্ট্রিট জার্নালের কনফারেন্সে অ্যাপেলের বিপণন প্রধান গ্রেগ জোসভিক এ কথা জানান। তবে ঠিক কবে থেকে অ্যাপেল তাদের চার্জিং পোর্টে এ পরিবর্তন আনবে, তা তিনি জানাতে রাজি হননি।
এদিকে বার্তাসংস্থা ব্লুমবার্গের এক রিপোর্ট বলছে, নতুন এই আইনটি ২০২৪ সাল থেকে কার্যকর হওয়ায় অ্যাপেল তাদের চার্জিং পোর্টের এ পরিবর্তন আগামী বছর থেকে আনতে পারে। এছাড়া টেক জায়ান্ট কোম্পানিটি তাদের আইপ্যাড ও ম্যাকবুকের চার্জিং পোর্ট ইতোমধ্যে পরিবর্তন করে ফেলেছে।
বর্তমানে অধিকাংশ স্মার্টফোন কোম্পানি তাদের ফোনে ইউএসবি-সি পোর্ট ব্যবহার করছে, তবে অ্যাপল এ ক্ষেত্রে ব্যতিক্রম। অ্যাপলের ফোনগুলোতে ইউএসবি টাইপ-সি পোর্টের পরিবর্তে লাইটেনিং পোর্ট দেখা যায়৷ আর ইউরোপিয়ান ইউনিয়নের এ নতুন সিদ্ধান্ত অ্যাপলের ওপর বিশাল প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ইউরোপের বাজারে তাদের পরবর্তী স্মার্টফোন লাইন-আপে এই পরিবর্তন আনা অত্যাবশ্যক হবে।
এটিএম/
Leave a reply