‘নতুন রাজনৈতিক দল হিসাবে শর্ত পূরণ করলে জামায়াতকে নিবন্ধন দেয়া হবে’

|

একটি নতুন রাজনৈতিক দল হিসাবে যেসব শর্ত আছে; তা পূরণ করলে জামায়াতকে নিবন্ধন দেয়া হবে। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

বুধবার (২৬ অক্টোবর) সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, নিবন্ধনের জন্য কোনো শর্ত পূরণে ব্যর্থ হলে নিবন্ধন দেয়া হবে না। তবে জামায়াত ইসলামী নামে নিবন্ধন পাওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।

তিনি বলেন, তাদের গঠনতন্ত্র যদি সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনার বাইরে থাকে তবে নিবন্ধন পাওয়ার কোনো সুযোগ নেই। নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ৩৩ শতাংশ নারী অংশগ্রহণ থাকতে হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply