কুড়িগ্রামে গাছের ডাল কাটায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ ভাই-বোন নিহত

|

স্টাফ করেসপনডেন্ট, কুড়িগ্রাম:

কুড়িগ্রামে গাছের ডাল কাটায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা ভাই-বোনের নিহতের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ অক্টোবর) জেলার সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রায়পুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আবুল কালাম (৭৮) এবং তার ছোট বোন ছকিনা বেগম (৬৫)। এ সময় আহত হন আনিছুর রহমান নামের একজন।

নিহতের নাতী শাহিন এবং ভাজতি জামাই আশরাফুল আলম বলেন, বুধবার সকালে কাঁঠাল গাছের একটি ডাল হেলে পড়ে। সেই ডাল কাটাকে কেন্দ্র করে সকাল ১০টার দিকে প্রতিবেশী ত্রিমোহনী বাজারের “ছ” মিল ব্যবসায়ী জোবায়েদ আলীর (৪০) সাথে ঝগড়া বিবাদ হয়। বাড়ির সবাই হাটবাজারে থাকায় বাড়িতে শুধুমাত্র আবুল কালাম এবং তার বোন ছকিনা বেগম ছিল। রাত ৮টার দিকে জোবায়েদ আলী ও তার চাচাতো ভাইসহ কয়েকজন লাঠিশোটা নিয়ে অতর্কিতভাবে বাড়িতে হামলা চালায় এবং দুই বৃদ্ধকে মারধর করেন। তাদের চিৎকার-চেঁচামেচি শুনে আমরা ছুটে গিয়ে দেখি দু’জনেই পড়ে আছেন। পরে তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তারা মারা যান। হামলার শিকার হয়ে আহতবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আবুল কালামের ছেলে আনিছুর রহমান।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার বলেন, শুনেছি গাছের ডাল কাটাকে কেন্দ্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে ভর্তি করা হলে বৃদ্ধ আবুল কালাম মারা যান। এই খবর শুনে তার ছোট বোন ছকিনা বেগম হার্ট অ্যাটাক করে মারা গেছেন বলে শুনেছি। মরদেহ দুটি হাসপাতালের মরচুয়ারিতে রয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে। এই বিষয়ে থানায় এখনও কেউ মামলা করেনি বলেও জানান তিনি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply