সাকিব-তাসকিনদের তুলোধোনা করে রুশোর সেঞ্চুরি

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছিলেন দীর্ঘদিন পর দক্ষিণ আফ্রিকা দলে ফেরা রাইলি রুশো। আজ বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষেও তিন অঙ্কের দেখা পেয়েছেন এই প্রোটিয়া। বাংলাদেশের বোলারদের বেদম পিটিয়ে মাত্র ৫২ বলেই সেঞ্চুরি পূরণ করেছেন রুশো।

৩০ বলেই ফিফটি পূরণ করেন রুশো। এরপর আরও আগ্রাসী হয়ে ওঠেন তিনি। বাকি ২১ বলে করেছেন ৭০ রান! তাসকিন-মোস্তাফিজ-সাকিবদের তুলোধোনা করে মাত্র ৫২ বলেই সেঞ্চুরি পূরণ করেছেন রুশো। এর মধ্যে সাকিবের ওভার থেকেই ২১ রান নিয়েছেন তিনি। একাদশ ওভারে বোলিংয়ে এলেন সাকিব। প্রথম চার বলে দিয়েছিলেন ৭। পরের দুই বলে একটি ‘নো’ করলেন। হজম করলেন দুটি ছক্কা। ওভার থেকে এলো ২১ রান। রুশোর এই সেঞ্চুরিতে রয়েছে ৮টি ছক্কা ও ৭টি বাউন্ডারি।

ডেভিড মিলারের পর দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান ও সব মিলিয়ে ১৭তম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিক সেঞ্চুরি পেলেন রুশো। ভারতের বিপক্ষে ইন্দোরে পেয়েছিলেন প্রথম সেঞ্চুরিটি। সে হিসেবে টানা দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসে সেঞ্চুরি পেলেন এ বাঁহাতি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply