দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেল না টাইগাররা

|

ছবি: সংগৃহীত

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ২০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬ দশমিক ৩ ওভারে মাত্র ১০১ রানে গুটিয়ে যায় টাইগাররা।

টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারেই টেম্বা বাভুমার উইকেট তুলে নেয় তাসকিন আহমেদ। এরপর চলে কুইন্টন ডি কক আর রাইলি রুশো তাণ্ডব। ৬৩ রান করে ডি কক ফিরলে ভাঙ্গে ১৬৩ রানের জুটি। এর আগে ডি কক তুলে নেয় ক্যারিয়ারের ১৪তম হাফসেঞ্চুরি। একপাশ আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন রুশো। ৭ চার আর ৮ ছয়ে ৫৬ বলে খেলেন ১০৯ রানের ইনিংস। আর তাতেই ৫ উইকেটে ২০৫ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।

জবাবে সৌম্য-শান্ত শুরুতে ভালো সূচনা করলেও ক্রিজে থিতু হতে পারেননি তারা। দলীয় স্কোর ২৬ এ আউট হয়ে যান সৌম্য সরকার। করেন ৬ বলে ১৫ রান। একই ওভারে ৯ বলে ৯ রান করে অ্যানরিচ নর্টজের বলে বোল্ড হয়ে যান শান্ত। দলীয় ৩৯ রানে দলনেতা সাকিব আল হাসান ১ রান করে নর্টজের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। আফিফ আউট হন ১ রানে।

দলীয় ৬৬ রানে আউট হন একাদশে ফেরা মেহেদী হাসান মিরাজ। ১৩ বলে ১১ রান করে আউট হন তিনি। মেহেদীর আউটের পর রানের খাতা না খুলেই সাজঘরে ফিরতে হয় মোসাদ্দেক সৈকতকে। কেশভ মহারাজের বলে উইকেট ছেড়ে বেড়িয়ে এসে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হন এই অলরাউন্ডার।

এরপর উইকেট বিলানোর মিছিলে যোগ দেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। সামসিকে স্লগ সুইপে উড়িয়ে মারতে গিয়ে স্কয়ার লেগে থাকা নর্টজের হাতে ধরা পরেন তিনি। দলীয় ৭৬ রানে ৬ বলে ২ রান করে আউট হন সোহান। এরপর ক্রিজে আসেন তাসকিন আহমেদ। কিন্তু তখনই আউট হন অন্য প্রান্তে টিকে থাকা লিটন দাস। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ বলে ৩৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। শেষ দিকে তাসকিন ১০ রান ও মোস্তাফিজ ৩ বলে ৯ রান করলেও শত রানের পরাজয় এড়াতে পারেনি টাইগাররা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply