যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের জন্য আইন সংশোধনের উদ্যোগ সংসদের আগামী অধিবেশনে তোলা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গতকাল বুধবার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ইসিতে আবেদন করে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে নতুন একটি দলের নেতারা। দলটির সঙ্গে নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা আছে বলে গুঞ্জন রয়েছে।
আইনমন্ত্রীর কথায়ও উঠে আসে এমন ইঙ্গিত। বলেন, জামায়াতে ইসলামী নতুন নামে দলের নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছে। এই বিষয়ে নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেবে সেটিই এখন দেখার বিষয়।
/এমএন
Leave a reply