পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা লংমার্চের জন্য প্রস্তুত লাহোর। আগামীকাল শুক্রবার (২৭ অক্টোবর) শহরটি থেকে রাজধানী অভিমুখে শুরু হবে পদযাত্রা। খবর রয়টার্সের।
দুইটি শহরের মধ্যেকার দূরত্ব ৩৮০ কিলোমিটার। গত মঙ্গলবারই আগাম নির্বাচনের দাবিতে লংমার্চের ডাক দেন পিটিআই প্রধান। বলেন, শুধু দলীয় নেতাকর্মীরাই নন, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে যোগ দেবেন পাকিস্তানের সাধরণ নাগরিকরা।
অবশ্য, বিরোধীদের কার্যক্রম ঠেকাতে প্রস্তুত সরকার। রাজধানীর প্রবেশ মুখগুলোয় বসানো হয়েছে ভারী কনটেইনার। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩০ হাজার সদস্য।
গত এপ্রিল মাসে আস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে সরানো হয় ইমরান খানকে। এরপর থেকেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছে তার দল। যদিও আগামী অক্টোবরের আগে ভোট অনুষ্ঠান হবে না সাফ জানিয়েছে পাকিস্তার সরকার।
/এমএন
Leave a reply