নাটোরের চলনবিল থেকে অর্ধশত পাখি উদ্ধার

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের চলনবিল থেকে শিকারীদের ফাঁদে আটকে পড়া বিভিন্ন প্রজাতির অর্ধশত পাখি উদ্ধার করা হয়েছে। পরে পাখিগুলো অবমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে ডহবাড়ি ও বড়িয়া বিল থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ডহবাড়ি ও বড়িয়া বিলে যান পরিবেশকর্মীরা। এ সময় শিকারীদের ফাঁদে আটকা পড়া বক, হুটটিটি, ডাহুক, শালিকসহ বিভিন্ন প্রজাতির অর্ধশত পাখি উদ্ধার করা হয়। সেই সাথে শুকবর আলী ও ফারুক হোসেন নামে দুই পাখি শিকারীকে আটক এবং প্রায় দশ হাজার মিটার কারেন্ট জালের ফাঁদ জব্দ করা হয়। পরে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে পাখিগুলো অবমুক্ত করাসহ কারেন্ট জাল পুড়িয়ে দেয়া হয়। আর কখনও পাখি শিকার করবেনা মর্মে মুচলেকা নিয়ে দুই পাখি শিকারীকে ছেড়ে দেয়া হয়।

পাখি অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন স্থানীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সহ-সভাপতি হাসান ইমাম, অর্থ সম্পাদক আব্দুর রশিদ, পরিবেশকর্মী হাবিব প্রামাণিক, হাসিবুল হাসান শিমুল, আবু কাহার, জুবায়ের হোসেনসহ অন্যান্যরা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply