হিজাব বিরোধী আন্দোলনের জন্য দেশে সন্ত্রাসী হামলা বাড়ছে: ইরানের প্রেসিডেন্ট

|

ইরানে হিজাব বিরোধী আন্দোলন সেদেশে সন্ত্রাসী হামলাকে আরও উস্কে দিয়েছে বলে দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি। তিনি বলেন, মাহাশা আমিনির মৃত্যুর পর ছড়িয়ে পড়া বিক্ষোভ সন্ত্রাসী হামলার পথকে আরও সুগম করেছে। খবর এএফপির।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জনসম্মুখে হাজির হয়ে তিনি এ এসব কথা বলেন। এসময় তিনি বলেন, শত্রুদের উদ্দেশ্য ইরানের অগ্রগতিকে ব্যাহত করা।

এর আগে গতকাল ইরানে একটি মাজারে বন্দুকধারীর হামলায় ১৫ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও ৪০ জন। অস্ত্রধারী তিনজন ব্যক্তির নির্বিচার গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।

চলতি বছরের ১৬ সেপ্টেম্বর ‘হিজাব ঠিক মতো না পরায়’ পুলিশি নির্যাতনে নিহতের ইরানে ছড়িয়ে পড়ে দেশজুড়ে বিক্ষোভ। ঘটনার ছয় সপ্তাহ পরেও থামেনি চলমান আন্দোলন। তবে ক্ষমতাসীনরা বলছে পশ্চিমাদের উস্কানিতেই হচ্ছে এসব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply