নরসিংদীতে পিকনিকে গিয়ে নিখোঁজ ২ মাদরাসা শিক্ষার্থী

|

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদীর আলোকবালী ইউনিয়নের চর আফজালে পিকনিকে গিয়ে মাদরাসার দুই ছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফুটবল খেলা শেষে অন্যান্যদের সাথে মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় তারা। তাদের মরদেহ এখনও উদ্ধার করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূইয়া। তাদের লাশ উদ্ধারে নরসিংদীর নৌ পুলিশ, ফায়ারসার্ভিস এবং সিভিল ডিফেন্স কাজ করছে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন, পলাশ থানার ঘোড়াশাল পৌরসভার দড়িপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মো. গালিব মিয়া (১৫) এবং রায়পুরা উপজেলার বড়ইতলা গ্রামের হারুন মিয়ার ছেলে সহিদুল ইসলাম মাফফুজ (১৭)। তারা উভয়েই সদর উপজেলা ঘোড়াদিয়া মুহম্মদীয়া ইন্টারন্যাশনাল তাহফুজুল কুরআন মাদরাসার শিক্ষার্থী।

জানা যায়, মাদরাসার বার্ষিক পিকনিকের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিক্ষকসহ ৩২ জন আলোকবালী ইউনিয়নের চর আফজালে যায়। বিকালে ফুটবল খেলা শেষে ৫টার দিকে মেঘনা নদীতে গোসল করতে নামলে শিক্ষকসহ বাকি ৩০ জনকে খুঁজে পাওয়া গেলেও অনেক খুঁজাখুঁজির পরও দু’জনকে আর খুঁজে পাওয়া যায়নি।

পরে পুলিশকে বিষয়টি জানানো হলে সদরের করিমপুর নৌ পুলিশ ঘটনাস্থলে যায়। অনেক খুঁজাখুঁজি করে তাদের লাশ না পেয়ে এবং ডুবুরি দল না থাকায় আজকের অভিযান রাত ৯টার দিকে শেষ করেন।

করিমপুর নৌ পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নরসিংদীর ফায়ারসার্ভিস এবং সিভিল ডিফেন্সের ডুবুরি না থাকায় উদ্ধার কাজ শেষ করেছি। আগামীকাল ঢাকা থেকে ডুবুরি দল আসলে আবারও লাশ উদ্ধারে কাজ শুরু করা হবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply