চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ওয়ানের ম্যাচে আজ আফগানিস্থানের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। মেলবোর্নে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। একই ভেন্যুতে দুপুর ২টায় দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে ইংল্যান্ড।
এর আগে, নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানের পরাজয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুন জয়ে ঘুরে দাঁড়িয়েছে অ্যারন ফিঞ্চের দল। দু’পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান এখন অজিদের। আর, করোনা আক্রান্ত হওয়ায় অ্যাডাম জাম্পা ও ম্যাথু ওয়েডের খেলা নিয়ে রয়েছে সংশয়।
অপরদিকে, আফগানদের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করা ইংলিশরা সবশেষ ম্যাচে হেরে গেছে আইরিশদের কাছে। বৃষ্টিআইনে ৫ রানের হার ছিলো ইংল্যান্ডের। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচে জয় প্রয়োজন দু’দলেরই।
/এসএইচ
Leave a reply