নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা কদমতলা এলাকায় একটি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে শারমিন জুট বেলার্স গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
শ্রমিকরা জানান, সামনের গোডাউন থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
মালিকপক্ষ জানায়, শারমিন জুট বেলার্স থেকে গোডাউনটি ভাড়া নেয় আব্দুস সালাম, মহসিন কবির, গোপাল তালুকদার ও গণেশ বাবু। সেখানে তারা পাট মজুদ এবং রফতানি কার্যক্রম চালাতেন। এ অগ্নিকাণ্ডে তাদের বিপুল পরিমাণ পাট ও মেশিনারিজসহ কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।
ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হালিম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনটি স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়িন।
এএআর/
Leave a reply