বৃষ্টিতে পরিত্যক্ত আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ

|

বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু সকাল থেকেই মেলবোর্নে ছিল বৃষ্টি। ফলে প্রথমে বিলম্বিত হয় টস আর শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় পরিত্যক্ত হয় ম্যাচটি।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুবিধাজনক স্থানে রয়েছে আয়ারল্যান্ড। ‘এ’ গ্রুপের দল হিসেবে ৩ পয়েন্ট নিয়ে আইরিশরা রয়েছেন দ্বিতীয় অবস্থানে আর ২ পয়েন্ট নিয়ে আফগানরা এখন ৫ নম্বরে।

আফগান অধিনায়ক মোহাম্মদ নবী বলেন, আমরা ম্যাচটির জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু এটি তো আমাদের হাতে নেই। ১ পয়েন্ট করে ভাগ হয়ে গেলো। আমরা পরের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে চাই।

এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে আজ দুপুর দুইটাই একই মাঠে মুখোমুখি হওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply