সুপার টুয়েলভে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে; কাগজে-কলমে এগিয়ে কারা?

|

আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সেমির দৌড়ে টিকে থাকতে হলে দুই দলের জন্যই জয়টা বেশ গুরুত্বপূর্ণ। এদিকে, এটি বাংলাদেশের জন্য ডু অর ডাই ম্যাচ। জিম্বাবুয়ের বিপক্ষে হারলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন সাকিব-সোহানরা। তবে, পরিসংখ্যান কথা বলছে বাংলাদেশের পক্ষেই।

রোববার (৩০ অক্টোবর) ব্রিসবেনে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো রাজাদের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। দীর্ঘ ২৫ বছরের দ্বৈরথে এর আগে বহুবার দ্বিপাক্ষিক সিরিজ খেললেও বিশ্বমঞ্চে দেখা হয়নি দুই দলের। সে অপেক্ষারও ইতি ঘটছে কাল। ঐতিহাসিক গ্যাবায় প্রথমবারে মতো খেলতে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রোববার সকাল ৯টায়।

এর আগের ম্যাচে, পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশাস জয়ে বেশ ফুরফুরে মেজাজে জিম্বাবুয়ে। বিপরীতে, প্রোটিয়াদের বিপক্ষে শোচনীয় হারে ব্যাকফুটে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটা তাই বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। সেমির দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় পেতেই হবে সাকিবদের।

২০০৬ সালে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যাত্রা শুরু বাংলাদেশের। সেই ম্যাচে ৪৩ রানের বড় জয় পায় টাইগাররা।

সার্বিক পরিসংখ্যান বিচারে, অবশ্য এগিয়েই আছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এর আগে ১৯ বারের দেখায় ১২ বারই জয় পেয়েছে বাংলাদেশ। বিপরীতে, ৭ জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। তবে, সাম্প্রতিক ফর্ম বিবেচনায় খানিকটা এগিয়ে আছে রাজা-উইলিয়ামসরা। সবশেষ দেখায়, ঘরের মাটিতে টাইগারদের ধরাশায়ী করে ২-১ এ সিরিজ জিতে নেয় জিম্বাবুয়ে।

আত্মবিশ্বাস ফেরাতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জন্য ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। গ্যাবায় বাংলাদেশ জয় তুলে নিবে এমনটাই প্রত্যাশা সমর্থকদের। তবে, এ ম্যাচেও বাগড়া দিতে পারে বৃষ্টি। আপাতত, শুধু অপেক্ষা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply