দিল্লিতে ১৭৭ জন যাত্রী নিয়ে উড্ডয়নের সময় বিমানে আগুন

|

ছবি: সংগৃহীত

ইন্ডিগো বিমান সংস্থার একটি বিমান উড্ডয়নের সময় এর ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে সাথে সাথে বিষয়টি দেখে ফেলার কারণে বিমানটি জরুরি অবতরণ করা হয়। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় যাত্রীরা।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৮ অক্টোবর) ইন্ডিগোর ফ্লাইট ৬ ই- ২১৩১ দিল্লি থেকে বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল। তবে ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনায় দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ইন্ডিগোর প্লেন।

ওই ফ্লাইটে ১৮৪ জন ছিলেন। এর মধ্যে ১৭৭ জন যাত্রী আর সাত জন ক্রু। সবাইকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

ইঞ্জিনে আগুন ধরার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে বিমানটির ইঞ্জিন থেকে আগুনের ফুলকি বের হচ্ছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply