বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় অ্যান্টার্কটিকার একটি গবেষণাকেন্দ্রে অতিরিক্ত একটি রাত কাটাতে হয়েছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ও তার সফরসঙ্গীদের। বুধবার (২৬ অক্টোবর) ৭২ ঘণ্টার সফরে অ্যান্টার্কটিকার স্কট গবেষণা কেন্দ্রে পৌঁছান জেসিন্ডা।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সফর শেষে শুক্রবার (২৮ অক্টোবর) ফিরে আসার কথা ছিল তার। কিন্তু প্লেন নষ্ট হওয়ায় অতিরিক্ত এক রাত হিমশীতল এলাকায় থাকতে বাধ্য হয়েছেন কিউই প্রধানমন্ত্রী।
এ সপ্তাহের শুরুতে আবহাওয়া খারাপ থাকায় অ্যান্টার্কটিকায় পৌঁছানোর প্রথম চেষ্টা ব্যর্থ হয়। প্লেনটি মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হয়। এর একদিন পরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক প্লেনে চড়ে অ্যান্টার্কটিকায় পৌঁছান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীরা।
বুধবার অবতরণের পর রেকর্ড করা একটি ভিডিওবার্তায় প্রধানমন্ত্রীর মুখপাত্র আরডার্ন বলেন, অ্যান্টার্কটিকায় নিউজিল্যান্ডের উপস্থিতির গুরুত্ব রয়েছে। কেন্দ্রটির ৬৫ বছর হয়ে গেছে ও সেখানে কাজ করা বিজ্ঞানীদের ভূমিকা অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড সরকার কেন্দ্রটির পুনর্বিকাশ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
/এনএএস
Leave a reply