কলকাতার নন্দনে শুরু হয়েছে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। সেখানে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের তুমুল আলোচিত সিনেমা ‘হাওয়া’। শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রদর্শিত হয় সিনেমাটি। ‘হাওয়া’ দেখতে সকাল থেকেই নন্দন চত্বরে লম্বা লাইনে দেখা গেছে।
শনিবার দুপুরে স্থানীয় পুলিশের বরাত দিয়ে ফেসবুকে এ তথ্য জানান কলকাতার গণমাধ্যমকর্মী ভাস্বতী ঘোষ।
তিনি লেখেন, হাওয়া গরম! বাংলাদেশের সিনেমা দেখতে নন্দন চত্বরে বিরাট লাইন। পুলিশের তরফে জানা যাচ্ছে, সকাল থেকেই হাজার-হাজার লোক। কেউ ছাতা মাথায়, কেউ জোগাড় করেছেন চেয়ার। এরাই কিন্তু টলিউডের বাংলা সিনেমারও দর্শক! অতএব এই প্যারোডি লেখাই যায়… তুমি বন্ধু কালা পাখি আমি যেন কী ঘরের সিনেমা দেখতে তোমায় আনতে পারিনি…(হাতেগোনা ছবি ছাড়া)।
জানা গেছে, শনিবারের শো ছাড়াও আগামী ৩১ অক্টোবর ও ২ নভেম্বর সন্ধ্যা ৬টায় নন্দন-২ তে ‘হাওয়া’ প্রদর্শনী হবে।
‘হাওয়া’ সিনেমা পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সোহেল মন্ডল, সুমন আনোয়ার, নাজিফা তুষি প্রমুখ।
উল্লেখ্য, কলকাতায় অনুষ্ঠিত ৫ দিনব্যাপী এই উৎসব শুরু হয়েছে আজ। শেষ হবে আগামী ২ নভেম্বর।
এএআর/
Leave a reply