দখলকৃত পশ্চিত তীরের সংকট সমাধানে ইসরায়েল ও ফিলিস্তিন উভয়পক্ষকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বলা হয়েছে, পশ্চিম তীরে শান্তি ফিরিয়ে আনতে ফিলিস্তিন ও ইসরায়েলকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
শুক্রবার (২৮ অক্টোবর) নিরাপত্তা পরিষদের একটি প্রেস ব্রিফিংয়ে শান্তি প্রতিষ্ঠার এ আহ্বান জানান মধ্যপ্রাচ্যে নিযুক্ত সংস্থাটির বিশেষ দূত টর ওয়েন্সল্যান্ড। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে জাতিসংঘের ওয়েবসাইটে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার পশ্চিম তীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন টর। সেখানে তিনি বলেন, প্রতিদিন সহিংসতার ঘটনা ঘটছে পশ্চিম তীরে। বহু ফিলিস্তিনি আহত ও নিহত হচ্ছে। ক্রমবর্ধমান উত্তেজনা সংকট সমাধান প্রক্রিয়া আরও জটিল করে তুলছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।
সম্প্রতি ইসরায়েলি বাহিনীর চালানো একের পর এক অভিযানে ফের উত্তেজনা ছড়িয়েছে ফিলিস্তিনে। গত সপ্তাহেও ভয়াবহ সামরিক তৎপরতায় প্রাণ হারিয়েছেন ৬ ফিলিস্তিনি। আহত হন কমপক্ষে ২১ জন।
এসজেড/
Leave a reply