ক্ষণে ক্ষণে রং পাল্টিয়েছে। হাসান মাহমুদের ১৮-তম ওভারের শেষে দুই বলে শন উইলিয়ামসের টানা দুই চার, সাকিবের দুর্দান্ত থ্রোতে ম্যাচে বাংলাদেশের ফেরা, শেষ ওভারে এনগারাভার হাঁকানো ক্যারিয়ারের প্রথম ছয় এবং মোসাদ্দেকের ফিরে আসা। শেষ দুই বল এই অফস্পিনার করলেন ৩ বার। তিন ডেলিভারিতেই ডট দিয়ে হৃদস্পন্দন আটকে দেয়া এক মহা নাটকীয়তার ম্যাচে গ্যাবায় জিম্বাবুয়েকে ৪ রানে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ মূলত জিতেছে দুইবার। ১ বলে ৫ রান দরকার-এমন সমীকরণে ব্লেসিং মুজারাবানিকে স্ট্যাম্পিংয়ে ফিরিয়ে জয়ের আনন্দে বাংলাদেশকে ভাসান মোসাদ্দেক। কিন্তু না! দেখা গেল, বল স্ট্যাম্পের লাইন পার করার আগেই তালুবন্দি করে স্ট্যাম্প ভেঙেছেন সোহান। তাই নো বল! ফ্রি হিট এবং সমীকরণ ১ বলে ৪ রান! মাঠে ত্যাগের পর আবার সবাই ফিরে আসেন মাঠে। নাটকের শেষ অঙ্কও মঞ্চস্থ হলো মোসাদ্দেকের আরেক ডট বলে। শেষমেশ বাংলাদেশই জয়ী।
বাংলাদেশের দেয়া ১৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তাসকিনের দ্বিতীয় বলেই কভার অঞ্চল দিয়ে সীমানা ছাড়া করেছিলেন ওয়েসলি মাধেভেরে। তাসকিন প্রতিশোধ নিলেন পরের বলেই। অফ স্টাম্পের বাইরে বল করে পরাস্ত করলেন মাধেভেরেকে। ডিপ থার্ডম্যানে মোস্তাফিজুর রহমানের কাছে সহজ ক্যাচ তুলে দেন তিনি। সেটা ধরতে একটু বেগ পেলেও শেষমেশ সফল হন মোস্তাফিজ। এর ধারাবাহিকতা তাসকিন ধরে রাখলেন পরের ওভারেও। অধিনায়ক ক্রেইগ আরভিনকে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে জোড়া আঘাত করেন এই পেসার।
এরপর একই ওভারে মিলটন শুম্বা এবং জিম্বাবুয়ের সেরা ব্যাটার সিকান্দার রাজাকে শূন্য রানে ফিরিয়ে দেন মোস্তাফিজ। এই বাঁহাতির বলে টাইমিংয়ে গড়বড় করে আফিফ হোসেনের হাতে বন্দি হন স্বপ্নের ফর্মে থাকা সিকান্দার রাজা।
এরপর রেজিস চাকাভাকে নিয়ে ইতিবাচক ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন শন উইলিয়ামস। জুটি ভাঙার আশা নিয়ে আবার তাসকিনকে আক্রমণে আনেন সাকিব। কিন্তু রায়ান বার্লকে নিয়ে ৬ষ্ঠ উইকেট জুটিতে ৬৩ রান যোগ করেন ঠিকই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিতে থাকেন শন উইলিয়ামস।
১৯-তম ওভারে বোলিংয়ে আসা সাকিব ৬৪ রান করা এই ব্যাটারকে ফিরতি বলে ধরে দুর্দান্ত এক রানআউট করে আবার ম্যাচের নিয়ন্ত্রণ নেন। আর এরপরের নাটকীয়তায় শেষ জয়টা বাংলাদেশেরই।
এর আগে, নাজমুল শান্তর ৫৫ বলে ৭১ রান এবং আফিফ হোসেনের ১৯ বলে ২৯ রানের ওপর ভর করে জিম্বাবুয়ের সামনে ১৫১ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। ৪ ওভারে ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তাসকিন আহমেদ। এছাড়া, দারুণ বল করেছেন মোস্তাফিজও। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন কাটার মাস্টার। এছাড়া, মোসাদ্দেকও দখল করেছেন ২টি উইকেট। এই জয়ে ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ টুর ২ নম্বর অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।
/এম ই
Leave a reply