এডিস মশা নিয়ন্ত্রণে সরকার সফল, এটা বলা যাবে না। তাই সরকারের কাজে কোনো ত্রুটি থাকলে তা ধরিয়ে দিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
রোববার (৩০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কম হলেও বর্তমান পরিস্থিতি বেশ অস্বস্তির। এছাড়া, অন্য দেশের সাথে তুলনা দিতে হয় বাস্তবিক ও যৌক্তিক কারণেই। এক পৃথিবীতে বাস করলে পার্থক্যটা যাচাই ও বিচার করতেই হয় বলে জানান মন্ত্রী।
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, জনবল, ওষুধ, সরঞ্জাম, কর্মকৌশলে আগের চেয়ে অগ্রগতি হয়েছে। তিনি আরও বলেন, রোগীর সংখ্যা এমনভাবে বাড়েনি যে, হাসপাতালগুলোতে জায়গা হচ্ছে না।
আরও পড়ুন: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: হাইকোর্টে শুনানি সোমবার
/এম ই
Leave a reply