জাতীয় দলে ডাক পেলেন চন্দরপলের ছেলে ত্যাগনারায়ণ

|

শিবনারায়ণ চন্দরপলের (ডানে) সাথে ছেলে ত্যাগনারায়ণ। ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার শিবনারায়ণ চন্দরপলের ছেলে ত্যাগনারায়ণ চন্দরপল ডাক পেয়েছেন জাতীয় দলে। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় এখন চন্দরপল পুত্র।

আসন্ন নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের উইন্ডিজ দলে জায়গা পেয়েছেন ২৬ বছর বয়সী এই তরুণ ওপেনার। এ বছরের শুরুতে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজেও ডাক পেয়েছিলেন ত্যাগনারায়ণ। এবার ক্যারিবিয়ান টেস্ট অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েটের সাথে ইনিংস উদ্বোধন করার সম্ভাবনা আছে এই তরুণের।

ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে শিবনারায়ণ ও ত্যাগনারায়ণ, বাবা-ছেলে একসাথেও খেলেছেন। বাবার মতো ছেলেও বাঁহাতি ব্যাটার। ২০১৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে একই ম্যাচে দু’জনের হাফ সেঞ্চুরির বিরল কীর্তি রয়েছে। ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়ার মাটিতেই অভিষেক হতে যাচ্ছে ত্যাগনারায়ণের।

আরও পড়ুন: ক্রিকেট ছেড়ে কোকেন ধরেছিলেন ওয়াসিম আকরাম

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply