আবারও ক্ষমতায় ফিরলেন ব্রাজিলের বামপন্থি নেতা লুলা ডি সিলভা

|

ব্রাজিলের ক্ষমতায় আবারও ফিরলেন বামপন্থি নেতা লুলা ডি সিলভা। ৫০.৮ শতাংশ ভোট পেয়ে জিতলেন দ্বিতীয়দফা প্রেসিডেন্ট নির্বাচনে।

রোববার (৩০ অক্টোবর) প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোটাভুটিতে জেইর বোলসোনারোকে হারান স্বল্প ব্যবধানে।

নির্বাচনে জিতেই লুলা দা সিলভা বিভক্ত ব্রাজিলের প্রতি শান্তি ও ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ব্রাজিল এখন আর আন্তর্জাতিক সম্প্রদায়ের বাইরে নয়। এছাড়া এ সময় তিনি আমাজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি বলেন, ব্রাজিলের রাজনৈতিক সংস্কারের জন্যেই ফিরে আসা। এটা আমার বা দলীয় জয় নয় বরং গণতান্ত্রিক চর্চার সাফল্য। যা রাজনৈতিক পার্টি, মতাদর্শ বা ব্যক্তি পরিচয়ের বহু ঊর্ধ্বে। সংকটময় মুহূর্তে দেশের হাল ধরছি। প্রত্যাশা আম জনতার সহযোগিতায় ব্রাজিলে ফেরত আনা সম্ভব গণতন্ত্র-শান্তি-সাম্যের সমাজ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply